চরফ্যাশনে সরকারি ভাবে ধান ক্রয় শুরু

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে সরকারি ভাবে ধান ক্রয় শুরু
রবিবার ● ২৬ মে ২০১৯


চরফ্যাশনে সরকারি ভাবে ধান ক্রয় শুরু

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রুহুল আমীন সরকারি ধান ক্রয় করার জন্যে ৩ কৃষকের বাড়ীতে উপস্থিত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার আমিনাবাদ ইউনিয়নের হালিমাবাদ গ্রামের আক্তার হোসেন মহাজন, সিরাজুল ইসলামসহ ৩ কৃষকের কাছে থেকে ধান ক্রয় করেছেন। আক্তার হোসেন মহাজন থেকে ৩টন, সিরাজুল ইসলামের কাছ থেকে ৩টন ধান ক্রয় করেছেন।  সরকার নির্ধারিত তালিকায় ১০৪০টাকা করে এ ধান ক্রয় করা হয়।
চরফ্যাশন উপজেলায় সরকারি ভাবে মোট ১হাজার ৮৬ মেঃ টন ধান ও ২হাজার ৪৮৫ মেঃ টন চাল ক্রয় করা হবে। খাদ্য গুদামের অফিস সহকারী সুজায়েত উল্যাহ সুজা বলেন, একজন কৃষকের কাছ থেকে সর্ব নিম্ম ৩ বস্তা এবং সর্বোচ্চ ৩ মেঃটন ধান ক্রয় করা যাবে।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা  অফিসার আবু হাছনাইন, খাদ্য কর্মকর্তা শেখ মো. জাহেদুল ইসলাম, মুখারবান্দা খাদ্য গুদাম কর্মকর্তা শৈলিন দে, শশীভূষণ খাদ্য গুদাম কর্মকর্তা কমল দেসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:৫২:৫৮ ● ৩৬৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ