ঈদ-উল-ফিতরে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়

প্রথম পাতা » পটুয়াখালী » ঈদ-উল-ফিতরে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময়
শনিবার ● ১১ মে ২০১৯


---

জাহিদ রিপন, পটুয়াখালী থেকে॥
সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আসন্ন ঈদ-উল-ফিতর উদ্যাপন উপলক্ষে পটুয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যাবস্থাপনা বিষয়ক মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মইনুল হাসান। সভায় বিআইডাব্লিউটিএ প্রতিনিধি, জেলা বাস- মিনিবাস মালিক সমিতি, ব্যাংক, চেম্বার অব কমার্স, বিভিন্ন ব্যাবসায়ী সমিতির নের্তৃবৃন্দ, সাংবাদিক ও জেলা পুলিশের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আসন্ন ঈদকে সামনে রেখে সংশ্লিষ্টরা কেমন নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করেছেন এবং সর্বিক নিরাপত্তার ক্ষেত্রে কি কি ব্যাবস্থা গ্রহন করা দরকার সভায় সে বিষয়ে আলেচনার পাশাপাশি ঈদে ঘরে ফেরা মানুষ যাতে নির্বিঘ্নে নিরাপদে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরে যেতে পারে সেক্ষেত্রে পরিবহন ব্যাবসায়ীদের অতিরিক্ত ভাড়া আদায় না করা, অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, অনুমোদিত চালক দিয়ে পরিবহন পরিচালনা করাসহ বিভিন্ন দিক নির্দেশনা দেন পুলিশ সুপার। এ সময়ে কোন অনিয়ম লক্ষ্য করা গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহনের হুশিয়ারি দেয়া হয়। এছাড়া জেলার সার্বিক নিরাপত্তায় পুুলিশের পাশাপাশি সকলকে সচেতন থাকার জন্য আহবান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫:২৯:৪৬ ● ৫৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ