কুয়াকাটা পৌরসভা-মহিপুর ইউপি’র উদাসীনতায় চাল জোটেনি জেলেদের

প্রথম পাতা » লিড নিউজ » কুয়াকাটা পৌরসভা-মহিপুর ইউপি’র উদাসীনতায় চাল জোটেনি জেলেদের
শুক্রবার ● ১০ মে ২০১৯


প্রতীকী ছবি

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
মহিপুর ইউনিয়নের তালিকাভুক্ত ৬০০ জেলে পরিবার এ বছরের সরকার প্রদত্ত ভিজিএফ এর এক ছটাক চালও পায়নি। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এ ছয় শ’ পরিবারের প্রত্যেককে ফি মাসে ৪০ কেজি করে চাল দেয়ার জন্য সরকারি বরাদ্দ রয়েছে। ইউনিয়ন পরিষদের উদাসীনতায় জেলেদের ভাগ্যে এ চাল জোটেনি।
কলাপাড়া খাদ্য গুদামসুত্রে জানা গেছে খাদ্য গুদামে মহিপুর ইউনিয়নের ৬০০ জেলেদের জন্য বরাদ্দপ্রাপ্ত তিন মাসের ৭২ টন চাল মজুদ রয়েছে। কিন্তু চাল জেলেদের ভাগ্যে জোটেনি। একই দশা কুয়াকাটা পৌরসভার জেলেদের। তাদের ৩৫০ জেলে পরিবারের প্রত্যেকের জন্য ফেব্রƒয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তিন মাসের ৪২ টন চাল খাদ্য গুদামে মজুদ পড়ে আছে। উত্তোলনের জন্য ছাড়পত্র দেয়া রয়েছে। কিন্তু পৌরপরিষদ এ চাল উত্তোলন করে বিতরণ না করায় জেলেদের ভাগ্যে এ চাল এখন পর্যন্ত জোটেনি। সাগরে ইলিশসহ মাছ ধরার নিষেধাজ্ঞাকালীন সময় জেলেদের সরকার চার মাসের বিশেষ ভিজিএফএর এ চাল দিয়ে আসছে। কিন্তু সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের গাফিলতি আর উদাসীনতায় সরকারের দেয়া খাদ্য সুবিধা জেলেরা যথাযথভাবে পায়না। কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা জানান, পরশু দিনের মধ্যে এ চাল দিয়ে দিবেন। জনগণকে সরকারের দেয়া সুযোগ-সুবিধা যথাযথভাবে পৌছে দেয়ার কাজটিতে জনপ্রতিনিধিদের রয়েছে চরম শৈথিল্য। উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২৩:০০:২৬ ● ৮৯৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ