মির্জাগঞ্জে এসডিজি বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রথম পাতা » সর্বশেষ » মির্জাগঞ্জে এসডিজি বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মঙ্গলবার ● ৩০ এপ্রিল ২০১৯


---

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
পটুয়াখালীর মির্জাগঞ্জে “স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন” বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষন কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। গর্ভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগীতায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকী’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুল হাফিজ। প্রধান অতিথি বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বাস্তবায়নে  বাংলাদেশের সাফল্য আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করেছে।  উন্নয়নের এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী ও তার সরকার জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) এবং নির্বাচনী ইসতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর। উপজেলা নির্বাচন অফিসার মোঃ আরিফুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক গাজী আতাহার উদ্দিন আহম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ জিন্নাত জাহান, ডাঃ মেহেদি হাসান, উপজেলা প্রকৌশলী মোঃ সুলতান হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুনিল কুমার রায়, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ শিরিন সুলতানা, উপজেলা কৃষি-সম্প্রসারণ অফিসার মোঃ নজরুল ইসলাম ও মির্জাগঞ্জ থানার তদন্ত অফিসার মোঃ শাহ আলম প্রমূখ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী, আইনজীবী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে অতিথিবৃন্দের ৮টি গ্রুপে ৮০জন অংশগ্রহনকারী টেকসই উন্নয়ন বিষয়ে সুনির্দিষ্ট মতামত লিপিবদ্ধ কল্পে পরীক্ষা নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫:৫০:২৪ ● ৫৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ