বরগুনায় অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত

প্রথম পাতা » বরগুনা » বরগুনায় অটোরিকশার চাপায় স্কুলছাত্র নিহত
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০১৯


প্রতীকী ছবি

বরগুনা সাগরকন্যা প্রতিনিধি॥
বরগুনার পাথরঘাটা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ওই অটোরিকশার নিচে চাপা পড়ে হৃদয় (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার রায়হানপুর ইউনিয়নের মাদারতলীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয়ের বাবার নাম হাফিজুর রহমান। সে মাদারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়তো। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় মোয়াজ্জেম হোসেন বলেন, হৃদয় ও তার বড় বোন কাকচিড়া বাজার থেকে অটোরিকশায় করে বাড়িতে যাচ্ছিল। এ সময় স্থানীয় সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমনের বাড়ির পশ্চিম দিকের রাস্তায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ওই অটোরিকশার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হৃদয় মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয় নিহতের বড় বোন। তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাথরঘাটা থানা ওসি (তদন্ত) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:০৭:৫৬ ● ৬১০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ