স্কুলভবন ও কক্ষ সল্পতা বানারীপাড়ায় খোলা আকাশের নিচে পাঠদান

প্রথম পাতা » বরিশাল » স্কুলভবন ও কক্ষ সল্পতা বানারীপাড়ায় খোলা আকাশের নিচে পাঠদান
শুক্রবার ● ১৯ এপ্রিল ২০১৯


---

জি.এম রিপন, বানারীপাড়া থেকে॥
বানারীপাড়ায় ভবন ও কক্ষ সল্পতার কারণে ১২০ বছরের ঐতিয্যবাহী গাভা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে পাঠদান করছে। জানা গেছে, ১৮৯৯ সালের ২ জানুয়ারী বানারীপাড়ার সিমান্তবর্তী এলাকায় শিক্ষার অলো ছড়িয়ে দিতে তৎকালিন ঝালকাঠী উপজেলার বিন্দুবাসিনী ঘোষ দস্তিদার নিজ গ্রামের নামে গাভা মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। যোগাযোগের দিক থেকে অনেকটা সুবিধা হওয়ায় ১৯৯১ সালের ১৩ জুন এ বিদ্যালয়টি ঝালকাঠী সদর উপজেলা থেকে কেটে বানারীপাড়া উপজেলায় অন্তর্ভূক্ত করা হয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এ পর্যন্ত শিক্ষার্থীরা খেলা ধুলার পাশাপশি জেএসসি ও মাধ্যমিক পরীক্ষায় ভাল ফলা ফল করে অসছে বলে ওই স্কুলের ক্রিড়া শিক্ষক কেএম শফিকুল আলম জুয়েল জানায়। সে আরও জানায় বর্তমানে বিদ্যালয়ের পৃথক দু’টি পুরাতন ছোট ভবনের ঝুকীপূর্ণ ৬টি কক্ষে চার শতাধিক শিক্ষর্থীকে এক সাথে বসতে দিতে না পারার কারণে অতিরিক্ত শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে পাঠদান করা হয়। এছাড়াও পুরাতন ওই ভবনের দীর্ঘ দিন ধরে সংস্কার না করার কারণে পলেস্তরা খসে পড়ার পাশাপশি দেয়াল ও ছাদে একাধিক ফাটল দেখা দিয়েছে। ফলে বর্ষা মৌসুম এলেই এসব ফাটল দিয়ে বৃষ্টির পানি পড়তে থাকে। এ কারণে ওই সময় শ্রেণী কক্ষে পাঠদান ব্যহত হয় বলে ওই বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানায়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম বলেন, সুনেছি সম্প্রতি একটি নতুন ভবনের টেন্ডার দেয়া হয়েছে। কিন্ত এখনও কোন ঠিকাদারী ওই ভবন নির্মান কাজ করতে আসেননী।

বাংলাদেশ সময়: ১১:১০:৫০ ● ৭২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ