পিআইবি’র নতুন মহাপরিচালক জাফর ওয়াজেদ

প্রথম পাতা » গণমাধ্যম » পিআইবি’র নতুন মহাপরিচালক জাফর ওয়াজেদ
বুধবার ● ১৭ এপ্রিল ২০১৯


পিআইবি’র নতুন মহাপরিচালক জাফর ওয়াজেদ

ঢাকা সাগরকন্যা অফিস॥

সাংবাদিক জাফর ওয়াজেদকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। আদেশে বলা হয়, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) আইন, ২০১৮ এর ৯(২) ধারা অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দেওয়া হলো। নিয়োগের অন্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।
বিগত ২৮ ফেব্রুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর। এরপর থেকে মহাপরিচালকের দায়িত্বে ছিলেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মীর মো. নজরুল ইসলাম।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৬:১৩:৪৭ ● ৫৭২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ