দশমিনায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন

প্রথম পাতা » সর্বশেষ » দশমিনায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন
বুধবার ● ১৭ এপ্রিল ২০১৯


দশমিনায় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন

দশমিনা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

সারাদেশের ন্যায় পটুয়াখালীর দশমিনায় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালনে বিস্তারিত কর্মসূচি মধ্যে দিয়ে পালিত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুসজ্জিত করা, বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা ও প্রধানমন্ত্রী কর্তৃক উপজেলা পর্যয়ে উদ্ধোধনীয় বক্তব্য বড় পর্দায় প্রদর্শন করা ইত্যাদি।
মঙ্গলবার স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা সাজু ও দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে র‌্যালীটি জাকজমক পূর্ণ হলেও বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার নেতৃত্বে বের হওয়া র‌্যালীতে উপজেলা মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান, কয়েকজন নার্স ও ৫/৬ কর্মচারী ও কয়েকটি ঔষধ কোম্পানীর প্রতিনিধি অংশ গ্রহন করতে দেখা যায়। এমনিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের কর্মকর্তা কর্মচারীর সংকট র‌্যালীতেও জনবলের সংকট।
খোজঁ নিয়ে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত রয়েছেন প্রায় দু”শতার্ধিক কর্মকর্তা কর্মচারী। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ গোলাম মস্তফা এ ব্যাপারে জানান, বিভিন্ন কাজে কর্মরতব্যস্থ থাকার কারনে র‌্যালীতে অংশগ্রহন করতে পারেনি।

এসবি/এমআর

বাংলাদেশ সময়: ০:০৭:৩৭ ● ৫৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ