নুসরাত হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে মানবাধিকার কমিশন

প্রথম পাতা » চট্টগ্রাম » নুসরাত হত্যা: ঘটনাস্থল পরিদর্শনে মানবাধিকার কমিশন
শুক্রবার ● ১২ এপ্রিল ২০১৯


ঘটনাস্থল পরিদর্শনে মানবাধিকার কমিশন
সাগরকন্যা ডেস্ক ॥
ফেনীর সোনাগাজীতে নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার তদন্তে জাতীয় মানবাধিককার কমিশনের একটি তদন্ত দল সোনাগাজীতে তদন্ত শুরু করেছে। শুক্রবার সকালে জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (তদন্ত) আল মাহমুদ ফয়জুল কবিরের নেতৃত্বে ২০ সদস্যের তদন্ত দলটি ঘটনাস্থল সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসা পরিদর্শন করে। এ সময় বিভিন্ন জনের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে তদন্ত দল। তদন্ত দলে আল মাহমুদ ফয়জুল কবির ছাড়াও কমিশনের উপ-পরিচালক এম রবিউল ইসলাম রয়েছেন।

গত ৬ এপ্রিল সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার কেন্দ্রে মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় মুখোশধারীরা। পরিবারের অভিযোগ, ২৭ মার্চ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলা তার কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানির চেষ্টা করেন। এ বিষয়ে স্বজনদের দায়ের করা মামলা প্রত্যাহারের চাপ দিয়েও প্রত্যাখ্যাত হওয়ায় নুসরাতকে আগুনে পোড়ানো হয়। আগুনে ঝলসে যাওয়া নুসরাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল রাতে মারা যায়।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:১১:১৫ ● ৬৩২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ