লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

প্রথম পাতা » প্রবাস » লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা
শুক্রবার ● ৫ এপ্রিল ২০১৯


লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

ঢাকা সাগরকন্যা অফিস॥

লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে সেখানকার বাংলাদেশ দূতাবাস। দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শুক্রবার (৫ এপ্রিল) লিবিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে দেশটির সরকার রাষ্ট্রীয় সতর্কবার্তা ঘোষণা করেছে। এ প্রেক্ষাপটে স্ব-স্ব নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে ও যেকোন অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে লিবিয়া দূতাবাস পরামর্শ দিয়েছে। সে কারণে ত্রিপলি ও পার্শ্ববর্তী শহরে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে রাস্তাঘাটে চলাফেরা সীমিত করে যথাসম্ভব সাবধানতা অবলম্বন ও সতর্কভাবে বাসায় অবস্থান করার জন্য দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়।
এছাড়াও লিবিয়ার প্রবাসীদের যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরে (+২১৮৯১৬৯৯৪২০৭, +২১৮৯১০০১৩৯৬৮) যোগাযোগ করতে বলা হয়েছে।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১১:৫৯:২২ ● ৭২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ