গীতিকার, কবি ও প্রাবন্ধিক আহম্মেদ কায়সার আর নেই

প্রথম পাতা » শোক/মৃত্যুবার্ষিকী » গীতিকার, কবি ও প্রাবন্ধিক আহম্মেদ কায়সার আর নেই
মঙ্গলবার ● ২ এপ্রিল ২০১৯


---

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
বিশিষ্ট গীতিকার, কবি ও প্রবান্ধিক আলহাজ্ব আহম্মেদ কায়সার(৭০) মঙ্গলবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল  করেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য ও বালাদেশ কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গলাচিপা সদর ইউনিয়নের উত্তর চরখালী গ্রামের বাসিন্দা। দীর্ঘ দিন ধরে তিনি ডায়বেটিক, হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর উপজেলার উত্তর চরখালী গ্রামের আবদুল আলী সিকদার বাড়ি জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:০৩:১০ ● ৪৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ