তজুমদ্দিনে অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল আটক

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে অবৈধ বেহুন্দি ও কারেন্ট জাল আটক
মঙ্গলবার ● ২ এপ্রিল ২০১৯


তজুমদ্দিনে আটককৃত অবৈধজাল,মাছসহ উপজেলা প্রশাসন।

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥
তজুমদ্দিনের মেঘনায় উপজেলা প্রশাসন ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দি, কারেন্ট জালসহ মাছের পোনা আটক করা হয়। আটককৃত জাল আগুণে পুড়ে নষ্ট করে হয় এবং মাছ এতিমখানা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।
কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার হযরত আলী বলেন, মঙ্গলবার সকালে মেঘনায় নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে  অভিযান চালিয়ে মির্জাকালু সংলগ্ন নদী থেকে ৫টি অবৈধ  বেহুন্দি ও ১০ হাজার মিটার জাল আটক করা হয়। এ সময় প্রায় ৫শ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা আটক করা হয়। উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রশান্ত কুমার দাস বলেন, আটকৃতজাল শশীগঞ্জ স্লুইজঘাটে এনে জনসম্মুখে আগুণে পুড়ে ধ্বংস করা হয় ও প্রায় ৫শত কেজি ছোট মাছ এতিমখানা এবং গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১২:৪৪:২১ ● ৫২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ