মির্জাগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত

প্রথম পাতা » সর্বশেষ » মির্জাগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত
মঙ্গলবার ● ২৬ মার্চ ২০১৯


---

মির্জাগঞ্জ (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মির্জাগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। মঙ্গলবার প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মধ্যেদিয়ে দিবসের সূচনা করা হয়। কর্মসূচির মধ্যেছিল সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ, চিত্রাংকন প্রতিযোগিতা, মহিলা ক্রীড়া প্রতিযোগীতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা, মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, ঐতিহ্যবাহী হাডুডু খেলা এবং সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার শীর্ষক আলোচনা সভা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মুক্তিযোদ্ধাদের সংর্ধ্বনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুদ্ধকালীন কমান্ডার মোঃ আলতাফ হায়দার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ মল্লিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন ওয়ালীদ প্রমূখ। মঙ্গলবার সকাল আটটায় অনুষ্ঠিত কুচকাওয়াজে মির্জাগঞ্জ থানার এসআই মোঃ মাসুদের পরিচালনায় পুলিশ, আনসার ও বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেন এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা শারীরিক কসরত করেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৬:২৫ ● ৪৭০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ