আমতলী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে গণহত্যা দিবস পালন

প্রথম পাতা » বরগুনা » আমতলী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে গণহত্যা দিবস পালন
মঙ্গলবার ● ২৬ মার্চ ২০১৯


---

আমতলী সাগরকন্যা প্রতিনিধি।।
২৫ মার্চ কালো রাত ভয়াল গণহত্যা দিবস। এই রাতে পাকিস্তানী হায়েনারা নিরাস্ত্র বাঙ্গালীর উপর নির্বিচারে গুলি চালিয়ে অগনিত মানুষ হত্যা করেছিল। এই দিবসটি আমতলী রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে পালন করেছে। কর্মসূচীর মধ্যে ছিল ইউনিটি কার্যালয়ের সামনে মোমবাতি প্রজ্জ্বলন ও মানববন্ধন ।
আমতলী পুরাতন হাসপাতাল সড়কের রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ের সামনে সোমবার রাত ৯ টা ১ মিনিটে ব্লাক আউটের সাথে সাথে মোমবাতি প্রজ্জ¦লন করে মানববন্ধন করা হয়। ইউনিটির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে পাকিস্তানী হায়েনা ও তাদের দোসর রাজাকার আল বদরদের বিচার দাবী করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম তালুকদার, কাউন্সিলর কালু মিয়া, আবুল বাশার রুমি, চুনাখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল আলম, বকুলনেছা মহিলা কলেজের লাইব্রেরিয়ান নাজমুল আহসান জসিম, মোঃ আজম চৌধুরী, সিদ্দিকুর রহমান স্বপন প্যাদা, আমিনুল ইসলাম সোহেল তালুকদার, আমতলী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হায়াত্জ্জুামান মিরাজ, সিনিয়র সাংবাদিক খাঁন মতিয়ার রহমান,পরিতোষ কর্মকার, মোঃ জসিম উদ্দিন সিকদার, মোঃ হোসাইন আলী কাজী, জিয়া উদ্দিন সিদ্দিকী, তালুকদার মোঃ কামাল ও মোঃ জয়নুল আবেদীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০:৩৮:৪০ ● ৪৯৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ