ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু

প্রথম পাতা » বরিশাল » ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু
সোমবার ● ১৮ মার্চ ২০১৯


প্রতীকী ছবি

বরিশাল সাগরকন্যা অফিস॥
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আব্বাস ঘরামী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার উপজেলার রাজিহার ইউনিয়নের কেতনার বিলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও আহত সূত্রে জানা গেছে, রাজিহার ইউনিয়নের কৃষক অমিয় পাত্র তার বোরো ক্ষেতের ইঁদুর তাড়ানোর জন্য কাউকে না জানিয়ে বিদ্যুতের ফাঁদ তৈরি করেন। রোববার বিকেলে চেঙ্গুটিয়া গ্রামের এছাহাক সরদার তার জমি দেখতে গিয়ে অমিয় পাত্রের তৈরি ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে আহত হন। এছাহাক আহতের ঘটনা বিদ্যুৎ অফিসে জানালে অমিয় পাত্রের বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার আগে শেষ বিকেলে চেঙ্গুটিয়া গ্রামের কেতাব আলী ঘরামীর ছেলে কৃষক আব্বাস ঘরামী একইভাবে অমিয় পাত্রের তৈরি ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে রাতেই নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) নকিব আকরাম বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২:১৪:২২ ● ৫১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ