ধূলাসার জালাল উদ্দিন ডিগ্রি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠান শুরু

প্রথম পাতা » সর্বশেষ » ধূলাসার জালাল উদ্দিন ডিগ্রি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়ানুষ্ঠান শুরু
সোমবার ● ১৮ মার্চ ২০১৯


---

মোঃ মনিরুল ইসলাম, কুয়াকাটা থেকে॥
পটুয়াখালীর কলাপাড়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ জালাল উদ্দিন ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। রবিবার বেলা দশটায় পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহিব্বুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও সাবেক চেয়ারম্যান ইজ্ঞিনিয়ার তৌহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাবিকুল আহসান, কলেজ অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কলাপাড়া পৌর বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি দিদারুল আলম মাসুমসহ এলাকার বিশিষ্টজনরা। জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন শেষে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ মাঠ মহড়া প্রর্দশিত হয়।
সভাপতির বক্তব্যে সাংসদ অধ্যক্ষ মুহিব্বুর রহমান বলেন, শুধু শিক্ষা নয় পাশাপাশি ক্রীড়ার প্রয়োজন রয়েছে। ক্রীড়ার মাধ্যমেও দেশকে বিশ্ব দরবারে পরিচিত ও প্রতিষ্ঠিত করা যায়। জননেত্রী শেখ হাসিনা ক্রীড়ার উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। তার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট দল দল আজ দেশের জন্য গৌরবোজ্জল ভ’মিকা বয়ে এনেছে।
---

প্রধান অতিধির বক্তব্যে ইজ্ঞিনিয়ার তৌহিদুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন এদেশ এগিয়ে নিয়ে যাওয়ার। তার সেই স্বপ্ন বাস্তবায়নে দরকার সোনার মানুষ। সোনার কারিগর। সেই সোনার মানুষ এবং কারিগর গড়ার জন্য আমরা এই কলেজ প্রতিষ্ঠা করেছি। যার মাধ্যমে এ অঞ্চলের মানুষ উপকৃত হবে। সাথে পুরো দেশ উপকৃত হবে। এ কলেজের অনেক ছেলে মেয়ে আজ দেশের প্রতিষ্ঠিত মানুষ। সোনার মানুষ হয়ে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। এটা আমাদের জন্য গর্ব আর অহংকার। আগামী তোমরাও জাতির জনকের সোনার বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখবে এই আমাদের প্রত্যাশা।

বাংলাদেশ সময়: ১৫:৪৮:০৭ ● ৭৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ