নেছারাবাদে রিক্সা শ্রমিক ইউনিয়নের ঈদ সামগ্রী বিতরণ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে রিক্সা শ্রমিক ইউনিয়নের ঈদ সামগ্রী বিতরণ
রবিবার ● ২৩ মার্চ ২০২৫


---

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদে রিক্সা শ্রমিক ইউনিয়নের ড্রাইভারদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকেলে স্বরূপকাঠী রিক্সা শ্রমিক ইউনিয়নের বাসস্ট্যান্ড সংলগ্ন প্রধান কার্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরূপকাঠী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপি’র আহবায়ক মোঃ শফিকুল ইসলাম ফরিদ, সাবেক কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম উজ্জল, রিক্সা শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ বাদল হাওলাদার, মোঃ মিজানুর রহমান, মোঃ সান্টু মিয়া, মোঃ নাইম ইসলাম, স্বরূপকাঠী রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহিদ হোসেন, সম্পাদক মোঃ শামিম মৃধা, কোষাধ্যক্ষ  মোঃ মনিরুল ইসলাম প্রমুখ। এসময় স্বরূপকাঠী রিক্সা শ্রমিক ইউনিয়নের ৬’শ ড্রাইভারদের মাঝে সেমাই, দুধ, চিনি এর একটি প্যাকেট ঈদ উপহার হিসেবে দেওয়া হয়।
স্বরূপকাঠী রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জাহিদ হোসেন জানান, বিগত বছরে কোনদিন ঈদ সামগ্রী পাইনি এবং কাউকে দিতে পারিনাই। আওয়ামীলীগের নেতাকর্মীরা শ্রীমক ভাইদের জমানো টাকা সব খেয়ে ফেলেছে। আমাদের তিন মাসের জমানো মাসিক চাঁদা থেকে ড্রাইভারদের মাঝে সেমাই, দুধ, চিনি এর একটি প্যাকেট ঈদ উপহার দিতে পেরেছি। আগামীতে ভালো কিছু করার ইচ্ছা আছে।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ১৯:১১:৩৯ ● ১৯২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ