নেছারাবাদে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
শুক্রবার ● ২১ মার্চ ২০২৫


নেছারাবাদে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

যুদ্ধ বিরতী লঙ্ঘন করে গাজায় ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে পিরোজপুরের নেছারাবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পরে জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখা ও নাগরিক ছাত্র আন্দোলনের ব্যানারা বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল দুটি পৃথক পৃথক ভাবে স্বরূপকাঠী পৌর শহরের প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ শেষে জগন্নাথকাঠী বন্দরে গিয়ে শেষ হয়। জামায়াতে ইসলামী নেতৃবৃন্দরা নেছারাবাদ উপজেলা প্রধান কার্যালয়ের সামনে এক পথসভা করেন। পথসভায় বক্তব্য দেন জামায়াতে ইসলামী নেছারাবাদ উপজেলা শাখার আমির মো. আবুল কালাম আজাদ, স্বরূপকাঠী পৌর শাখার আমির মো. জহিরুল ইসলাম। পাশপাশি নাগরিক ছাত্র আন্দোলনের মিছিল শেষে জগন্নাথকাঠী বন্দরের মসজিদ প্রাঙ্গনে এক পথসভার আয়োজন করেন। সভায় বক্তব্য দেন স্বরূপকাঠী পৌর বিএনপি’র আহবায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে মসজিদের খতিব মাও. মো. সফিউল্লাহ নেছারী, স্বরুপকাঠি ছাত্র সমিতি সভাপতি মোঃ নিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক, নওশাদ মাহমুদ প্রমুখ।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:০২:৩৪ ● ৪৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ