নেছারাবাদের পাটিকেলবাড়ি দরগাহে উরস অনুষ্ঠিত

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদের পাটিকেলবাড়ি দরগাহে উরস অনুষ্ঠিত
শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫


নেছারাবাদের পাটিকেলবাড়ি দরগাহে উরস অনুষ্ঠিত

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

নেছারাবাদের পাটিকেলবাড়ি দরগাহ শরীফের ৪৭তম পবিত্র উরস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের পাটিকেলবাড়ি হযরত ফকির আদুশাহ আউলিয়া (রহ:)এর দরগাহ শরীফের ওই পবিত্র উরস অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিকেল থেকে কুরআন তেলোয়াত, ফাতেহা শরীফ, খতমে শরীফ, দুরুদ শরীফ পাঠ, জিকির, মিলাদ, ওয়াজ নসিহত আলোচনা করা হয়েছে। দরগাহ শরীফের মুতাওয়াল্লী ফকির নাসির উদ্দিনের সার্বিক তত্বাবধানে উরস মাহফিলে ওয়াজ নসিহত করছেন আলহাজ্ব মুফতি মাওলানা হাসান সিরাজী, আলহাজ্ব মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা রাজু ইসলাম-(নেছারাবাদী) প্রমুখ। ওয়াজ নসিহত, মিলাদ কিয়াম শেষে রাত ১২টায় দিকে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমায় উক্ত পবিত্র উরস শরীফ অনুষ্ঠিত হয়।

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩২:২০ ● ৮২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ