গোপালগঞ্জে বিএনপি’র সমাবেশ অতীতের সকল রেকর্ড ভাঙ্গবে-সেলিমুজ্জামান সেলিম

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » গোপালগঞ্জে বিএনপি’র সমাবেশ অতীতের সকল রেকর্ড ভাঙ্গবে-সেলিমুজ্জামান সেলিম
রবিবার ● ২৩ ফেব্রুয়ারী ২০২৫


গোপালগঞ্জে বিএনপি’র সমাবেশ অতীতের সকল রেকর্ড ভাঙ্গবে-সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

 

গোপালগঞ্জে আগামীকাল ২৪ ফেব্রুয়ারি  বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত সমাবেশকে সুষ্টু ও সুন্দরভাবে সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৫টায় জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমাবেশ প্রস্তুতি কমিটির পক্ষে বক্তব্য রাখেন বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
সেলিমুজ্জামান সেলিম  বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্য মূল্যের উর্ধগতি হ্রাস ও নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবীতে আগামীকাল সকাল সাড়ে ১০ টায় বিএনপি’র উদ্যোগে ঐতিহ্যবাহি গোপালগঞ্জ পৌরপার্কে সমাবেশের আয়োজন করা হয়েছে।ইতিমধ্যে লক্ষ্য করেছেন আপনাদের সহযোগিতায় আমরা  গোপালগঞ্জের প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামে এবং প্রতিটি আনাচে কানাচে সমাবেশ সফল করার জন্য জনগণের ব্যাপক সাড়া পেয়েছি। অতীতের সকল রেকর্ড ভেঙ্গে গোপালগঞ্জে বিএনপি এই প্রথম বারের মতো কোন বিশাল সমাবেশ করবে বলে আমরা আশা করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি’র সিনিয়র নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, অনুষ্ঠানের প্রথম সারিতে আজ যাদের বসা দেখেছেন আমার মনে হয় এরআগে  গোপালগঞ্জের বিএনপি’র রাজনীতিতে আমাদের সিনিয়র নেতৃবৃন্দদের এভাবে একসাথে বসার সুযোগ হয়নি। এর পিছনে অনেক কারণ আছে। বিগত ১৬-১৭ বছরে এই পরিবেশ বাসার মতো কোন সুযোগ ছিল না। শুধু গোপালগঞ্জে না, সারা বাংলাদেশের কোথাও আমরা এভাবে বসে বিএনপি’র কথা, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা, দেশনেত্রী তিন বাবের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা ও আমাদের আগামীর বাংলাদেশ তথা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা বলার সুযোগ ছিল না। গোপালগঞ্জে আমরা আরো বেশী নিঃগৃহীত, নিপীড়িত ও নির্যাতিত ছিলাম। আমরা স্বাভাবিকভাবে নিজ বাড়িতে স্ত্রী-সন্তানদের সাথে ঈদ করার সুযোগ হয়েছে কিনা আপনারা ভাল জানেন, ভাল বোঝেন। মহান অল্লাহ রাব্বুল আণামিনের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা অনেকদিন পরে হলেও আজ আমরা মুক্ত মনে- মুক্ত ভাবে আমাদের মত প্রকাশের সুযোগ পেয়েছি। শত প্রতিকুলতার মধ্যেও প্রিয় সাংবাদিক ভাইয়েরা জীবনের ঝুঁকি নিয়েও আমাদের অনেক সহযোগিতা করেছেন। আমরা মনে প্রাণে বিশ^াস করি, গোপালগঞ্জের সাংবাদিক সমাজ আমাদের সাথে আছে। দুঃখের দিন যেমন আপনারা ছিলেন,সামনে আমাদের ভাল দিন আসবে, সেদিনও আপনারা আমাদের সাথে থাকবেন। আগামীকালের সমাবেশ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আপনাদের সার্বক সহযোগিতা আমরা চাই।
সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী তার বক্তব্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত রাষ্ট্র সয়ংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি’র সমাবেশ সফল করার আহবান জানান।
জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রফিকুজ্জামান, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সভাপতি এম এইচ খান মনজু, সিরাজুল ইসলাম সিরাজ, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান পিনু, জেলা বিএনপি”র যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. আবুল খায়ের, ডা. কেএম বাবর, ছাত্রদল কেন্দ্রী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক তৌহিদুর রহমান তাজ, এড. তৌফিকুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৭ বছর পর কেন্দীয়্র ঘোষিত গোপালগঞ্জে বিএনপি’র এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি’র সহ-সভাপতি ড. আসাদুজ্জামান রিপন।
বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রধান বক্তা ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বিশেষ বক্তা এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম এবং কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পদক এড. জয়নাল আবেদীন মেজবাহ।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা বিএনপি’র আহবায়ক শরীফ রফিকুজ্জামান, সংবাদ সম্মেলনে জানানো হয়।
এদিকে, সমাবেশ ঘিরে জেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। পৌরপার্কের সমবেশস্থলসহ জেলার সর্বত্র বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংবলিত পোষ্টার, ব্যানার ফেস্টুনে ছেঁয়ে গেছে। ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর কাশিয়ানী ও সদর উপজেলা এবং গোপালগঞ্জ-পাটগাতি সড়কের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে অন্তত অর্ধাশতাধিক তোরণ। সভামঞ্চ তৈরী ও প্যান্ডেল নির্মাণসহ সমাবেশের যাবতীয় প্রস্তুতিমূলক কাজ শেষ হয়েছে।

 

 

এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৮:০০ ● ৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ