নাজিরপুরে বিষ্ফোরক মামলায় আ’লীগনেতা গ্রেফতার

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে বিষ্ফোরক মামলায় আ’লীগনেতা গ্রেফতার
বুধবার ● ৬ নভেম্বর ২০২৪


নাজিরপুরে বিষ্ফোরক মামলায় আ’লীগনেতা গ্রেফতার

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে একাধিক মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা মো. আরিফুর রহমান (৩৫) সবুজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে উপজেলার শ্রীরামকাঠির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরিফুর রহমান সবুজ উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের ভিমকাঠি গ্রামের আব্দুর রব শেখের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি।

নাজিরপুর থানার ওসি মাহামুদ আল ফরিদ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি আরিফুর রহমান সবুজের বিরুদ্ধে নাজিরপুর থানায় চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ একাধিক মামলা রয়েছে। নাজিরপুর উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

 

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫৮:২৫ ● ৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ