নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের নেছারাবাদে নানা আয়োজনের মধ্য দিয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি ছারছীনা দরবার শরীফসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ছারছীনা মাদ্র্রাসা কেন্দ্রীয়) শাখার উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৬ হিঃ উদযাপন উপলক্ষে ছারছীনার আলিয়া ও দ্বিনীয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষদের সমন্বয়ে একটি আনন্দ মিছিল (র্যালী) করা হয়। ছারছীনা শরীফ থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে প্রায় এক কিলোমিটার দীর্ঘ ওই র্যালিটি স্বরূপকাঠী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। এর পূর্বে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছারছীনা শরীফে ৯ দিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল তিলাওয়া, নবীজীর জীবনী নিয়ে আলোচনা, হামদ ও নাথ পরিবেশনসহ আলোচনা সভা। অনুষ্ঠানের উদ্বোধন করেন ছারছীনা শরীফের পীর মাও আবু নসর নেছার উদ্দিন আহম্মেদ হোসাইন। ছারছীনা কমিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. রুহুল আমিন (আফসারীর) সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাও. আজম অহিদুল আলম, মাও. আব্দুল গাফ্ফার কাসেমী, মাওলানা ওবায়দুল্লাহ, মাওলানা আবু ওয়াক্কাস প্রমুখ। এদিকে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সরকারী স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক, আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, গনমান ফাজিল মাদ্রাসা, আরামকাঠী হাজি ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয়, ইসলাম হাজিবাড়ী নুরানী মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র্যালি ও আলোচনাসভা ও দেয়া মাহফিলের আয়োজন করেন।
আরএ/এমআর