নেছারাবাদে যৌথ অভিযানে হরিণের মাংসসহ গ্রেফতার-২

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে যৌথ অভিযানে হরিণের মাংসসহ গ্রেফতার-২
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০২৪


নেছারাবাদে যৌথ অভিযানে হরিণের মাংসসহ গ্রেফতার-২

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২৪৭ কেজি হরিনের মাংসসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে উপজেলার পূর্ব সোহাগদল গড়াইবাড়ী মৃত হাতেম আলীর পরিত্যক্ত ঘর থেকে ৪৮কেজি হরিণের মাংস এবং ওই রাতে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের পূর্ব গয়েসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কড়ফা বাজার সংলগ্ন খালে বাধা মাছের ট্রলার থেকে ১৯৯কেজি ২০০গ্রাম হরিণের মাংসসহ এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়। গেফতার কৃতরা হলো মো. আবু কালাম (৫০) ও মো. হারুন মোল্লা (৫৫)।
পুলিশ সুত্র জানাগেছে, ঐদিন রাতে উপজেলার পূর্ব গয়েশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন খালে ট্রলার যোগে হরিণের মাংস পাচারকালে এলাকাবাসি আবু কালাম ও হারুন মোল্লাকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ তাদের আটক করে থানা নিয়ে আসে। এ সময় ইঞ্জিন চালিত কাঠবডি ট্রলারসহ হরিনের ১৩টি মাথা ও ১৯৯ কেজি হরিন মাংস জব্দ করা হয়। এর পূর্বে উপজেলার সোহাগদল গ্রামের একটি পরিত্যাক্ত ঘর থেকে ৪৮ কেজি হরিনের মাংস জব্দ করেন। এ ব্যাপরে নেছারাবাদ থানার ওসি (তদন্ত) এইচ এম শাহিন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামীরা নেছারাবাদ হাসপাতালে চিকিৎসাধীন। জব্দকৃত হরিনের মাংসের মধ্যে ৪৮ কেজি আদালতের অনুমতিক্রমে উপজেলা বন কর্মকর্তা মো. মোতালেব মিয়া ও সেনাবাহিনীর উপস্থিতিতে থানা কম্পাউন্ডে পুড়ে ধ্বংস করা হবে। বাকী ১৯৯ কেজি মাংস আদালতে প্রেরণ করা হবে। গ্রেফতারকৃত আবু কালাম মঠবাড়িয়ার তাফাল বাড়ি এলাকার মৃত আশ্রাব আলী সিকদারের এবং মো. হারুন মোল্লা বরগুনা জেলার পাথরঘাটা থানার গহরপুর গ্রামের মজিবুল হক মোল্লার ছেলে ।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৪০ ● ৫২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ