চরফ্যাশনে চাঁদাবাজ প্রতিহতে যুবদলের বিক্ষোভ

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে চাঁদাবাজ প্রতিহতে যুবদলের বিক্ষোভ
সোমবার ● ২ সেপ্টেম্বর ২০২৪


চরফ্যাশনে চাঁদাবাজ প্রতিহতে যুবদলের বিক্ষোভ

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলা যুবদলের উদ্যোগে শান্তি শৃংখলা রক্ষার্থে  সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ করেছেন।
চরফ্যাশন উপজেলা যুবদল ও পৌর যুব দলের যৌথ উদ্যোগে সোমবার সকাল ১১টায় ফ্যাশন স্কয়ার শহীদ মিনার চত্তর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের উল্লেখযোগ্য সড়ক পদক্ষিণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে উপজেলা যুবদল আহবায়ক সহিদুল ইসলাম প্রিন্স মহাজনের সভাপত্বি বক্তব্য রাখেন, উপজেলা যুবদল সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর জাহিদুল ইসলাম রাসেল।  তিনি বক্তব্যে বলেন, চাঁদাবাজ দখলদারীত্ব ও নৈরাজ্যকারীদের বিরুদ্ধে আজকের সমাবেশ। তিনি আরো বলেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে দিয়ে চরফ্যাশন উপজেলার সকল কমিটি হয়েছে। আগামী দিনে
বিএনপির নেতা নুরুল ইসলাম নয়ন ভাইয়ের নের্তৃত্বে চরফ্যাশন ও মনপুরার শান্তি এবং মানবিক বিএনপি নিয়ে শহর গড়ে তোলা হবে। হুশিয়ারী দিয়ে বলেন, কোন ধরনের অ-স্বস্তিকর পরিস্থিতি কাম্য নয়।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ০:১৭:৩৯ ● ১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ