নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥
পিরোজপুরের নাজিরপুরের দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের একটি খালে সংস্কারের অভাবে দীর্ঘদিন ধরে ঝুঁকির্পূর্ণ অবস্থায় পড়ে আছে একটি সেতু। ফলে ভোগান্তিতে পড়েছে এ ইউনিয়নের পাঁচ গ্রামের শিক্ষার্থীসহ ১০ হাজার মানুষ।
জানা যায়, উপজেলার দেউলবাড়ি দোবড়া ইউনিয়নের মনোহরপুর বাজার-সংলগ্ন মনোহরপুর খালে বছর ধরে ঝুঁকিপূর্ণ সেতুটি দাঁড়িয়ে থাকলেও যেন দেখার কেউ নেই। ২৫০ ফুটের এ আয়রন ব্রিজের পাশে মনোহরপুর বাজার থাকায় কৃষকরা তাদের উৎপাদিত ফসল আনানেয়া করতে পারছে না। আবার শিক্ষার্থীরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দুর্ভোগ পোহাচ্ছে। যাতায়াতের বিকল্প পথ না থাকায় একরকম ঝুঁকি নিয়ে তাদের এ সেতু পারাপারই অবলম্বন। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো মুহূর্র্তে সেতুটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
সম্প্রতি ওই এলাকায় গিয়ে দেখা যায়, লোহার স্তম্ভের ওপর সিমেন্টের পাটাতন দিয়ে তৈরি সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও নাজুক হয়ে পড়েছে। সেতুটির এক-তৃতীয়াংশ সিমেন্টের পাটাতন রয়েছে, বাকি অংশে পাটাতন নেই। জানা গেছে, প্রবল স্রোতের পাশাপাশি বেপরোয়া ট্রলার চালিয়ে আঘাত করার কারণে কয়েকটি পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেতুটি আরো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় ইউপি সদস্য শাহীন আকন্দ জানান, পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় আয়রন ব্রিজটি একদিকে হেলে পড়েছে। এ কারণে স্থানীয়রা সেতুটির পাটাতনের কিছু অংশ সরিয়ে ফেলেছে। ফলে সেতু দিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে জনগণের।
মনোহরপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম জানান, মনোহরপুর বাজার এলাকার এটি একটি বড় বাজার। দ্রুত সেতুটির সংস্কার না হলে বাজারে যাতায়াতসহ জরুরি কাজে ব্যাঘাত ঘটায় এলাকাবাসী ব্যাপক দুর্ভোগে পড়েছেন। তাই সেতুটি শিগগির সংস্কার সময়ের দাবি।
উপজেলা প্রকৌশলী জাকির মিয়া বলেন, ২৫০ ফুট দীর্ঘ এ আয়রন ব্রিজটি খুব ঝুঁকিপূর্ণ। এ রকম আরো কয়েকটি ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের জন্য অর্থ বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দফতরে প্রস্তাবনা পাঠানো হয়েছে, বরাদ্দ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এএএইচ/এমআর