দেবহাটা (সাতক্ষীরা) সাগরকন্যা প্রতিনিধি॥
দেবহাটায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থন, হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি, ধর্মীয় উপসানালয়ে হামলা-ভাংচুরের প্রতিবাদ জানিয়ে সংহতি সমাবেশ করেছে ফেয়ার মিশন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকাল ৫টায় উপজেলার পারুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়। সভায় স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংগঠন ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা শাখার অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দিকী, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল ফজল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেবহাটা উপজেলা সমন্বয়ক আবিদ হাসান তানভির প্রমুখ। এসময় বক্তরা বলেন, বিগত দিনে আওয়ামী লীগের সরকার শেখ হাসিনা এদেশে স্বৈরশাসন করেছেন। তিনি অসংখ্য ছাত্র জনতার বুকে পুলিশ ও তার পোষা বাহিনী দিনে গুলি করেছেন। সব ক্ষেত্রে বৈষম্য তৈরি করে মানুষকে নির্যাতন ও অত্যাচারে চিরতরে শেষ করার চেষ্টা করেছিলেন। জামায়াত-বিএনপিকে রাজনীতির মাঠে নির্মূল করার চেষ্টা করেছে। এমনকি বাংলাদেশে জামায়াত-বিএনপিকে নিষিদ্ধ করতে গিয়ে নিজেরাই দেশ ছেড়ে পালিয়েছেন। তারা খেলা হবে বলে খেলা শেষ হয়ে গেলেও মাঠে নামতে পারেনি। এখন খেলা শেষ হয়ে গেছে তাই আগামী দিনের দায়িত্ব নিবে যুব ও ছাত্র সমাজ। একটি সুখী ও সুন্দর বাংলাদেশ উপহার দিতে একে অপরের প্রতি হিংসামূলক কর্মকান্ড পরিহার করুন। কোন মানুষের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের হামলা, ভাংচুর না করি। কোন ধর্মের মানুষের ধর্মীয় উপসানালয়ে আঘাত আনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
কেই/এমআর