চরফ্যাশনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ!

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ!
বুধবার ● ৩১ জুলাই ২০২৪


চরফ্যাশনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ!

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন বিদ্যুৎ বিভাগ (ওজোপাডিকা) এর বিরুদ্ধে অতিরিক্ত বিদ্যুৎ বিল করার অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ বলেন ভূল হয়েছে সংশোধন করার জন্যে পাঠানো হয়েছে।
জানা যায়, চরফ্যাশন  শরীফ পাড়ার রড সিমেন্ট ব্যবসায়ী কামাল মিয়াজীর জুন/২৪ মাসের বিল ২হাজার টাকার পরিবর্তে সাড়ে ৬হাজার টাকা করার অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিদ্যুৎ অফিসের গেলে উপ-প্রকৌশলী মিরাজ হোসেন বলেন, বিল করতে ভূল হয়েছে তা সংশোধনের জন্যে প্রেরণ করা হয়েছে। বিল বেশী করা হয় কোন সময়তো কম করতে শুনা যায়নি এমন প্রশ্নে জানান, ভূলত ভূলই সকলেরই কম বেশী ভূল হয়। পৌর সভা ৪নং ওয়ার্ডের তাছলিমা বেগম বলেন, মে মাসে বিদ্যুৎ বিল হয়েছে ১২৫০টাকা অথচ জুন মাসে বিল দেয়া হয়ে ১৭৮০টাকা এই ভাবে বিদ্যুৎ বিভাগ কর্মচারীরা রিডিং না দেখে আন্তাজে বিল করেন। এতে সাধারন গ্রহণ হয়রানী হয়।
আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কর্মকর্তা বলেন, আমরা বিষয়গুলো খতিয়ে দেখছি। কামাল মিয়াজীর বিষয়টি ভূল হয়েছে তা সংশোধনের জন্যে পাঠানো হয়েছে।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২২:৫১:০২ ● ৫৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ