নাজিরপুরে শশুরকে দাফন করতে গিয়ে জামাতার মৃত্যু

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে শশুরকে দাফন করতে গিয়ে জামাতার মৃত্যু
বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪


নাজিরপুরে শশুরকে দাফন করতে গিয়ে জামাতার মৃত্যু

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে শশুরকে দাফন করতে গিয়ে জামাতা মো. রবিউল ইসলাম শেখ (৩০) এর মৃত্যু

হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২১ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে। নিহত জামাতা রবিউল শেখ উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত্যু জালাল শেখের ছেলে। নিহতের মা মালেকা বেগম বলেন, ওই দিন দুপুরে শশুর ফজর আলী (৬৫) এর মৃত্যু হয়। তাকে দাফনের জন্য প্রস্তুত করতে বিকাল সাড়ে ৩টার দিকে জামাতা রবিউল স্থানীয় বাজারে কাপড় নিয়ে ফিরে আসার সময় পা পিছলে রাস্তার উপর পড়ে যায়। স্থানীয়রা তাকে সেখানে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। তবে তার শরীরে কোন আঘাতের বা ক্ষত চিহ্ন পাওয়া যায় নি।

 

 

 


এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২৫:৪৫ ● ৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ