কলাপাড়ায় ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষায় মানববন্ধন

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষায় মানববন্ধন
বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৪


কলাপাড়ায় ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষায় মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার দাবি জানিয়ে সুন্দরবন দিবস উপলক্ষ্যে কলাপাড়ায় মানববন্ধন পালিত হয়েছে। ‘ওয়াটার কিপার্স বাংলাদেশ ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী’র যৌথ উদ্যোগে গঙ্গামতি সমুদ্র সৈকতের বেলাভূমে বুধবার বেলা ১১টায় এই মানববন্ধন করা হয়েছে।
এসময় বক্তব্য রাখেন ওয়াটার কিপার্স বাংলাদেশ কলাপাড়ার সমন্বয়ক মেজবাহউদ্দিন মাননু, সংগঠক কামাল হাসান রনি, রেডক্রিসেন্ট সোসাইটির স্থানীয় টিম লিডার জসিম উদ্দিন, আমরা কলাপাড়াবাসী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম প্রমুখ। বক্তারা সুন্দরবন রক্ষার পাশাপাশি কলাপাড়ার গোটা উপকূলে ঝড়-জলোচ্ছ্বাসকালীন সবুজ দেয়ালখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল রক্ষার দাবিতে সবাইকে সোচ্চার ও সচেতন হওয়ার দাবি করেন।

 

 

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৪৮:৫৩ ● ৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ