আমতলীতে আগুনে পোড়া ৭০হাজার টাকা নিয়ে বিপাকে দোকানী

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে আগুনে পোড়া ৭০হাজার টাকা নিয়ে বিপাকে দোকানী
রবিবার ● ২৮ জানুয়ারী ২০২৪


আমতলীতে আগুনে পোড়া ৭০হাজার টাকা নিয়ে বিপাকে দোকানী

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আগুনে পুড়ে যাওয়া ৭০ হাজার টাকা নিয়ে বিপকে দোকান মালিক ইব্রাহিম মিয়া। পুড়ে যাওয়ার পাঁচ মাসেও তিনি এ টাকা পরিবর্তন করতে পারেননি ।বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে দ্রুতই এ  টাকা পরিবর্তনের দাবি জানান ক্ষতিগ্রস্ত  ইব্রাহিম।
জানাগেছে, আমতলী উপজেলা গুলিশাখালী ইউনিয়নের বাজারখালী স্লুইসগেট সংলগ্ন স্থানে ইব্রাহিম মিয়া মুদি মনোহরদি দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। গত বছর ১৮ই আগস্ট  রাতে ওই দোকানে আগুন লেগে সমুদয় মালামাল পুড়ে যায়। একই সঙ্গে দোকানের ক্যাশবাক্সে থাকা ৭০ হাজার টাকা আাংশিক পুড়ে যায়। গত পাঁচ মাসেও ইব্রাহিম ওই টাকা পরিবর্তন করতে পারিনি। দ্রুত বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে এ টাকা পরিবর্তন করে দেওয়ার দাবি জানান ইব্রাহি।
ক্ষতিগ্রস্ত ইব্রাহিম বলেন আমার দোকানের সকল মালামাল পুড়ে গেছে। দোকানের ক্যাশ বাক্সে থাকা ৭০ হাজার টাকা  আংশিক পুড়ে গেছে।ব্যাংক কর্তৃপক্ষের কাছে পাঁচ মাস ঘুরেও এ টাকা পরিবর্তন করতে পারিনি। বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে দ্রুত আমি এর টাকা পরিবর্তন করে দেওয়ার দাবি জানাই।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৮:৪৮ ● ৭৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ