বামনায় ফার্মেসীতে অগ্নিসংযোগের দায়ে যুবদলনেতা গ্রেফতার

প্রথম পাতা » বরগুনা » বামনায় ফার্মেসীতে অগ্নিসংযোগের দায়ে যুবদলনেতা গ্রেফতার
শনিবার ● ৬ জানুয়ারী ২০২৪


বামনায় ফার্মেসীতে অগ্নিসংযোগের দায়ে যুবদলনেতা গ্রেফতার

বামনা(বরগুনা)সাগরকন্যা প্রতিনিধি॥

বরগুনার বামনায় গত শুক্রবার দিবাগত রাতে দক্ষিণ রামনা খেয়াঘাটে ফার্মেসি ও পরিত্যাক্ত দোকান ঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বামনা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের যুগ্ন আহবায়ক রিয়াদ চৌধুরীকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায় গত শুক্রবার দিবাগত রাতে দক্ষিন রামনা খেয়াঘাটে একটি ফার্মেসি ও একটি পরিত্যাক্ত দোকান ঘরে ও গত বুধবার দিবা গত রাতে খোলপটুয়া ও রামনা সড়কের বেরীবাধে দুর্বৃত্তরা একটি অটো গাড়িতে অগ্নিসংযোগ করে। বামনা থানা পুলিশ বাদী হয়ে পৃথক পৃথক ঘটনায় বিএনপি ও জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রিয়াদ চৌধুরীকে আসামি করা হয়। আজ শনিবার দুপুরে উপজেলা রামনা ইউনিয়নের বৈকালীন বাজার থেকে রিয়াদ চৌধুরীকে গ্রেফতার করা হয়।
বামনা থানার অফিসার ইনচার্জ তুষার কুমার মন্ডল জানান আটককৃত রিয়াদ চৌধুরী নাশকতা মামলার পলাতক আসামি। তাকে নাশকতা মামলায় আটক দেখিয়ে বরগুনার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৪৯:৩৯ ● ৫৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ