কাউখালীতে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম
শনিবার ● ৬ জানুয়ারী ২০২৪


কাউখালীতে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য পিরোজপুর-২(কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনের কাউখালী উপজেলার ৩৩টি কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম।
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শনিবার সকালে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার  নির্বাচন কর্মকর্তাও কার্যালয় থেকে এসব সরঞ্জাম বিতরণ করেন।তবে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে।
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার স্বজল মোল্লা বলেন, ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে পৌঁছে  প্র্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করবেন। কাল সকালে ব্যালট পেপার পাঠানো হবে।
উল্লেখ্য, পিরোজপুর-২ সংসদীয় আসনে ৩লাখ ৮৪ হাজার ৪৯৩ ভোটার আগামীকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ আসনে  ভোটকেন্দ্রের সংখ্যা ১৬৯টি ও ভোট কক্ষ ৮৬৪টি। ৬জন নিবন্ধিত রাজনৈতিক দলের এবং ১জন স্বতন্ত্র প্রার্থীসহ ৭জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন জাতীয় পার্টি-জেপি প্রার্থী বর্তমান এমপি ও জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মহিউদ্দীন মহারাজ ঈগল প্রতীক, মো. মাহতাব উদ্দিন মাহমুদ (গণফ্রন্ট) মাছ প্রতীক, মো. ছগির মিয়া (বাংলাদেশ কংগ্রেস) ডাব প্রতীক, মো. জাকির হোছাইন (বাংলাদেশ তরিকত ফেডারেশন-বিটিএফ)ফুলের মালা প্রতীক, মোহা: মিজানুর রহমান (বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি) একতারা প্রতীক এবং আবুল বাসার (ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি) আম প্রতীক।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২১:৩৮:১৫ ● ৫৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ