গলাচিপায় আ.লীগনেতা মুকুল’র বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় আ.লীগনেতা মুকুল’র বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ
সোমবার ● ২৩ অক্টোবর ২০২৩


গলাচিপায় আ.লীগনেতা মুকুল’র বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শণ

গলাচিপা(পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ আ. লীগের সাবেক ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য এডভোকেট মু. ফখরুল ইসলাম মুকুল। সোমবার বিকেলে দুই উপজেলার ৪৩ টি পূজা মন্ডপের ২৪ টি ম্ন্ডপ পরিদর্শন করেন এবং অনুদান প্রদান করেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল দাশ, উপজেলা আ. লীগের আইন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, যুব লীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রপন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল, পৌর সভার কৃষক লীগের সভাপতি বাদল পাল প্রমুখ।
এ সময় গলাচিপার শ্রী শ্রী কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির পরিদর্শনকালে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা বাংলাদেশের মানুষ, তাদের আলাদা করে দেখার সুযোগ নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে সকল ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন নিশ্চিত করেছেন। তাই আজ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মুসলমান ও হিন্দুসহ সকল ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করার অধিকার রাখেন। কাজেই এটাই সত্যি যে, ধর্ম যার যার-কিন্তু রাষ্ট্র সবার।

এসআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৩৩:০৩ ● ৪৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ