গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
শনিবার ● ৭ অক্টোবর ২০২৩


গোপালগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে এসএসসি ও সমমানের পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রথম আলো’র আয়োজনে শিক্ষার ডিজিটাল প্লাটফর্ম (শিখো) পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের মাঝে এ সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (৭ অক্টোবর) সকালে শেখ ফজলুল হক মনি সৃতি মিলনয়াতনে এ সংবর্ধনা আয়োজন করা হয়। কৃতি শিক্ষার্থীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন শেখ ফজিলাতুন্নেসা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বেনজির আহমেদ, প্রথম আলোর ঢাকা প্রতিনিধি পান্না বালা।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধু সভার গোপালগঞ্জের উপদেষ্টা ড. আহমেদুল কবীর, মিডিয়া পাটনার এটিএন বাংলা টেলিভিশনের পক্ষে গোপালগঞ্জ প্রতিনিধি চৌধুরী হাসান মাহমুদ, দৈনিক প্রথম আলোর গোপালগঞ্জ প্রতিনিধি নতুন শেখ, প্রবীন সাংবাদিক ও কবি রবিন্দ্রনাথ অধিকারী প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৫শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে। এসময় শিক্ষার্থীদের অভিবাবকগণ উপস্থিত ছিলেন।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৭:৫৮ ● ৩৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ