বামনায় যুবলীগ নেতার ডাস্টবিন বিতরণ

প্রথম পাতা » বরগুনা » বামনায় যুবলীগ নেতার ডাস্টবিন বিতরণ
শুক্রবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৩


---

বামনা (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আওয়ামী যুবলীগের পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অংশ হিসেবে বরগুনার বামনা উপজেলার বিভিন্ন হাট-বাজার ও আশ্রয়ণ প্রকল্প এলাকায় ময়লা রাখার ডাস্টবিন বিতরণ করেছেন যুবলীগ প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হাওলাদার। তিনি বরগুনা- ২ (বামনা, পাথরঘাটা ও বেতাগী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিভিন্ন প্রকার সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছেন।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে  বামনা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীদের মাধ্যমে তিনি প্রায় শতাধিক ডাস্টবিন বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বামনা উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ইউসুফ আলী হাওলাদার, আওয়ামী লীগ কর্মী দেলোয়ার হোসেন জমাদ্দার, মো. আ. ডালিম, পাথরঘাটা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, বরগুনা জেলা ছাত্রলীগ সাবেক সহসভাপতি ইয়াসির আরাফাত তালুকদার, রাজিব আব্দুল্লাহ, বামনা উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসিবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের যুবলীগের নেতৃবৃন্দ।


এইচআর/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২৩:২৯ ● ৮৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ