নাজিরপুরে যুব ও ছাত্রদলের ২৮নেতাকর্মীর জামিন

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে যুব ও ছাত্রদলের ২৮নেতাকর্মীর জামিন
বুধবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৩


নাজিরপুরে যুব ও ছাত্রদলের ২৮নেতাকর্মীর জামিন

নাজিরপুর(পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে বিস্ফোরক মামলায় ২৮ যুব ও ছাত্রদল নেতার জামিন দিয়েছেন উচ্চ আদালত। বুধবার (২৭ সেপ্টেম্বর) বিচারপতি একরামুল হক আকন্দ ও মাহাবুবুল হক তালুকদার সমন্বয় গঠিত হাইকোর্টের বেঞ্চ তাদের আগামী ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল তাদের জামিনের তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত  ১০ সেপ্টেম্বর   নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. আল আমীন শেখ বাদী হয়ে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ পোদ্দার, সদস্য সচীব মো. এমদাদুল হক মাসুদ, যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ শিকদার, নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম হওলাদার ও সদস্য সচীব মো. তারিক আব্দুল্লাহ বাপ্পী সহ ৩৭ জনকে নামীয় এবং ৪০-৫০ ছাত্র ও যুবদলের নেতা-কর্মীকে অজ্ঞাত আসামী করে নাজিরপুর থানায় ওই মামলাটি দায়ের করেন। দায়ের হওয়া মামলা সূত্রে জানা গেছে,  গত ৮ সেপ্টেম্বর বিকালে  ওই সব নেতা-কর্মীরা নাজিরপুর উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন স্থানের সার্জিক্যাল ক্লিনিকের সামনের রাস্তা থেকে পিরোজপুরে যাচ্ছিলেন। এ সময় তারা ওই রাস্তায় থাকা  ছাত্রলীগের ৫-৬ নেতা-কর্মীর উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও কুপিয়ে আহত করা সহ বোমা বিস্ফোরন করে।  জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান পোদ্দার বলেন, ওই দিন  তিনি সহ জেলা যুবদলের নতুন কমিটির নেতারা সড়ক পথে ঢাকা থেকে নাজিরপুর হয়ে পিরোজপুর যাচ্ছিলেন। এসময় শাসক দলের স্থানীয় নেতা-কর্মীরা তাদের উপর হামলা করেন এবং পরে মিথ্যা বিস্ফোরক  মামলা দায়ের করেন।

 

 

 

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২১:২৬:৫২ ● ১১৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ