বাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দোকানদারের মুত্যু

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দোকানদারের মুত্যু
বৃহস্পতিবার ● ২১ সেপ্টেম্বর ২০২৩


 

বাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দোকানদারের মুত্যু

গৌরনদী (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

 

 

বরিশালের  বাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে আক্তার হোসেন ওরফে সাইদুল খান (৪৫) নামে এক মুদি দোকানদারের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে বাবুগঞ্জ উপজেলার ইসলামপুর বায়তুন নুর জামে মসজিদের  ইমাম থাকার বারান্দার টিনের চালায় উপর উঠলে বিদ্যুতায়িত হয়ে তিনি (আক্তার) মারা যায়। সে (আক্তার) বাবুগঞ্জ উপজেলার ঠাকুরমল্লিক গ্রামের মৃত কাছেম আলী খানের ছেলে।

নিহতের চাাচতো ভাই  মোহাম্মদ আলী খান বলেন, বাবুগঞ্জ উপজেলার ইসলামপুর বায়তুন নুর জামে মসজিদের  ইমাম থাকার বারান্দার টিনের চালার কয়েকটি ছিদ্র দিয়ে বৃষ্টির পানি ইমামের রুমে পড়ছিল। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে ওই টিনের চালার ওপর পলিথিন কাগজ দেওয়ার জন্য উঠলে মুদি দোকানদার আক্তার হোসেন ওরফে সাইদল খান (৪৫)  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  নিচে পাকা ফ্লোরে ওপর পড়ে গুরুতর আহত হয়। মুমুর্ষূ অবস্থায় তাকে  (আক্তার) উদ্ধার করে স্থানীয়রা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন বলেন, নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে  বরিশালের অতিরিক্ত জেলা  ম্যজিস্ট্রেট ময়না তদন্ত ছাড়াই আক্তার হোসেনের লাশ  হস্তান্তরের অনুমতি দেয়। তাই  ময়না তদন্ত ছাড়াই আক্তারের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

এএসআর/এমআর

 

 

বাংলাদেশ সময়: ২২:২৯:২১ ● ১২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ