ভাণ্ডারিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক

প্রথম পাতা » পিরোজপুর » ভাণ্ডারিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক
বুধবার ● ২০ সেপ্টেম্বর ২০২৩


ভাণ্ডারিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পিরাজপুরের ভাণ্ডারিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, ডাকাতি ও বিস্ফারক সহ ৭/৮ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি, বামনা উপজেলার ডুষখালী গ্রামের মৃতঃ নাজেম আলি মোল্লার ছেলে মোঃ ছগির  হোসেন ওরফে গুলি  ছগিরকে আটক করেছে আর্মড ব্যাটলিয়ান পুলিশ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত দশটার দিকে  আর্মড পুলিশ ব্যাটলিয়ান বরিশাল ১০ এর পুলিশ পরিদর্শক মোঃ আঃ হক এর নেতৃত্বপ পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে ভাণ্ডারিয়া উপজেলার বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করে। এ সময় ছগীরের সাথে থাকা অন্য একজন পালিয় যায়। ধারণা করা হচ্ছে ছগির এ অঞ্চলে  ডাকাতির উদ্দেশ্যে অবস্থা করছিল।

আর্মড পুলিশ ব্যাটলিয়ান বরিশাল ১০ এর পুলিশ পরিদর্শক মোঃ আঃ হক জানায়, ঊর্ধতন কর্তপক্ষের নির্দেশে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, ডাকাতি ও বিস্ফারক সহ ৭/৮ মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ছগির হাসেন ওরফ গুলি ছগিরকে সঙ্গীয় ফোর্স সহ ভাণ্ডারিয়ার বাসস্টান্ড থেকে আটক করা হয়েছে। পরে তাকপ ভাণ্ডারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৬:৫৭ ● ১০৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ