বাবুগঞ্জে চেক মামলায় ইউপি চেয়ারম্যানের কারাদন্ড

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে চেক মামলায় ইউপি চেয়ারম্যানের কারাদন্ড
শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০২৩


বাবুগঞ্জে চেক মামলায় ইউপি চেয়ারম্যানের কারাদন্ড

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

বরিশালে চেক ডিজঅনার মামলায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম বেপারী’র ১বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে ১৩ লাখ ৯৫ হাজার ৩৮৫ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বরিশালের ১ম যুগ্ম ও দায়রা জজ মোঃ ইফতেখার আহমেদ এক রায়ে এ আদেশ দিয়েছেন। দন্ডপ্রাপ্ত আসামী মোঃ নুরে আলম উপজেলার কেদারপুর ইউনিয়নের আঃ রশিদ বেপারীর ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, বরিশাল নগরীর ৩০ নং ওয়ার্ড কাশিপুর গড়িয়ারপাড় সেতুবন্ধন আদর্শ সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান আসামী নুরে আলম ইট দেবার কথা বলে ১৩ লাখ ৯৫ হাজার ৩৮৫ টাকা নেয়। কিন্তু টাকা দিতে পারে নাই। এর মধ্যে ১ লাখ ৮০ হাজার টাকার ইট দেয়। পরে বাদীকে আসামী ১৩ লাখ ৯৫ হাজার ৩৮৫ টাকার চেক দেয় ২০২২ সনের ১৩ মার্চ চেকটি বরিশাল কেন্দ্রীয় সেন্টাল বাস টার্মিনালে অবস্থিত রূপালী ব্যাংকে জমা দিলে ২০২২ সনের ১৩ মার্চ চেকটি বাতিল হয়। ২০২৩ সনের ২৯ মার্চ লিগ্যাল নোটিশ দেয়া হলেও কোন জবাব দেয় নাই। তিনি টাকা না দেওয়ায় আদালতে মামলা করেন মিজানুর রহমান। মামলার সাক্ষ্য প্রমাাণ শেষে আসামি নুরে আলম বেপারীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ১ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। একই সাথে ১৩ লাখ ৯৫ হাজার ৩৮৫ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামী পলাতক থাকায় বিচারক গ্রেফতারী পরোয়ানা জারীর নির্দেশ দেন। বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল বলেন আদালত থেকে আমাদের কাছে কোন আদেশ আসে নাই। আদেশ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:১৫:২৯ ● ১১৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ