কাউখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন
শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০২৩


কাউখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

“পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৮ আগস্ট) সকালে কাউখালী উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই র‌্যালীতে অংশ নেন।
র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)মো. বায়েজিদুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, শিক্ষক লিটন কৃষ্ণ কর প্রমূখ।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:১১ ● ১৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ