ছাতকে এমপি মানিককে বিমান বন্দরে সংবর্ধনা

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে এমপি মানিককে বিমান বন্দরে সংবর্ধনা
শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০২৩


ছাতকে এমপি মানিককে বিমান বন্দরে সংবর্ধনা

ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে বিমান বন্দরে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মুহিবুর রহমান মানিক এমপি যুক্তরাজ্য, ইতালীসহ ইউরোপের কয়েকটি দেশে প্রায় ২২ দিনের সফর শেষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে তাঁকে ছাতক-দোয়ারা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংবর্ধনা প্রদান করেছেন। বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এরপর বিশাল এক মোটর শোভাযাত্রার মাধ্যমে তিনি গোবিন্দগঞ্জ এসে পৌঁছান। গোবিন্দগঞ্জ পয়েন্টে পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন মুহিবুর রহমান মানিক এমপি। সংবর্ধনা শেষে বিশাল মোটর সাইকেল শোভা যাত্রা নিয়ে শহরের মন্ডলীভোগস্থ বাস ভবনে ফিরেন তিনি।

বিমান বন্দর এবং গোবিন্দগঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোয়ারা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতিক, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্য পরিষদ সদস্য, জিপি এডভোকেট রাজ উদ্দিন, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমেদ, পৌর আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, দোয়ারাবাজারের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক গয়াছ আহমদ, ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের আহবায়ক মাষ্টার আওলাদ হোসেন, ইউপি চেয়ারম্যান হাজী সুন্দর আলী, আবু বক্কর সিদ্দিক, সাবেক ইউপি চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোরাদ হোসেন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ সহ ছাতক-দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগ, ছাতক পৌর আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও ছাত্রলীগের সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য প্রবাসী কামাল খাঁন একই ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছে তিনিও মুহিবুর রহমান মানিক এমপি”র সংবর্ধনায় যোগ দিয়েছেন।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২১:৪৩ ● ৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ