অপরিকল্পিত কাজের কারণে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে-মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী

প্রথম পাতা » পিরোজপুর » অপরিকল্পিত কাজের কারণে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে-মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী
বৃহস্পতিবার ● ৩ আগস্ট ২০২৩


অপরিকল্পিত কাজের কারণে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে-মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী

পিরোজপুর সাগরকন্যা প্রতিনিধি॥

পরিবেশের বিরুদ্ধে যে কাজ হবে আমরা কঠোর ব্যবস্থা নিব। পরিবেশ যাতে ধ্বংস না হয়। পরিবেশ পরিবর্তনের কারনে এ বছর এত গরম পরেছে। জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ গাছ কাটা। অপরিকল্পিত কাজের কারনে আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। পিরোজপুর জেলা প্রশাসন ও বাগেরহাট সামাজিক বনবিভাগ এর আয়োজনে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত বৃক্ষরোপন অভিযান  ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি এ কথা বলেন।
“গাছ লাগিয়ে যতœ  করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি”- এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৩ আগষ্ট)বেলা ১১ টায় অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, স্বাগত বক্তব্য রাখেন বাগেরহাট সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জিএম রফিক আহমেদ।
৭ দিন ব্যাপী এ মেলায় ১৬ টি স্টল অংশ গ্রহন করছে। মেলা চলবে প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত।


আরএইচএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:২২:২৭ ● ২১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ