বাউফলে ভিক্ষুকের লাশ উদ্ধার

প্রথম পাতা » পটুয়াখালী » বাউফলে ভিক্ষুকের লাশ উদ্ধার
বুধবার ● ৭ জুন ২০২৩


বাউফলে ভিক্ষুকের লাশ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর বাউফলে হুমায়ন কবির মৃধা (৪৫) নামের এক ভিক্ষুকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার কেশবপুর ইউনিয়নের ভূঁইয়ার বাজার সংলগ্ন খাল থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। হুমায়ন কবির কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের মৃত আনোয়ার হোসেন মৃধার ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হুমায়ন কবির মঙ্গলবার সকালে মমিনপুর গ্রামের তার শ্বশুড়ের বাসা থেকে বের হন। দুপুরে স্থাণীয়রা ভূইয়ার বাজার সংলগ্ন খালে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হুমায়ন কবিরের লাশ শনাক্ত করে। হুমায়ন কবিরের স্ত্রী মর্জিনা বেগমের বরাত দিয়ে কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু বলেন, হুমায়ন কবির পেশায় ভিক্ষুক ছিলেন। মঙ্গলবার সকালে শ্বশুড় বাড়ি থেকে একটি গাছ খালে ভাসিয়ে স’মিলে নিয়ে যাওয়ার সময় গভীর পানিতে ডুবে মারা যান হুমায়ন কবির। লাশ উদ্ধারের বিষয়টি স্বীকার করে বাউফল থানার ওসি আরিচুল হক বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পানিতে ডুবে মারা গেছেন হুমায়ন কবির। তবে বিষয়টির তদন্ত চলছে।

এএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৪:০৫ ● ৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ