নেছারাবাদে আইন শৃঙ্খলা বিষয়ক সুধী সমাবেশ

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে আইন শৃঙ্খলা বিষয়ক সুধী সমাবেশ
বৃহস্পতিবার ● ১ জুন ২০২৩


---

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস দমন ও আইন শৃঙ্খলার সার্বিক উন্নয়ন কল্পে স্থানীয় নানা শ্রেনী পেশার প্রতিনিধিদের নিয়ে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নেছারাবাদ থানা পুলিশের আয়োজনে বুধবার (১ জুন) সন্ধ্যায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, পেশাজীবী, সামাজিক সংগঠক, সাংবাদিকদের নিয়ে উপেজলার জগন্নাথকাঠি বন্দর ব্যবসায়ী সমিতির অফিসকক্ষে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। নেছারাবাদ-কাউখালী সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার সাবিহা মেহেবুবা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জগন্নাথকাঠি বন্দর ভিটি মালিক সমিতির সভাপতি মো. মহিবুল্লাহর সভাপতিত্বে ও নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, জগন্নাথকাঠি বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. সামসুল আলম বাবুল, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম সিকদার, প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক হযরত আলী হিরু, পৌরসভার প্যানেল মেয়র মো. নুরুল ইসলাম, উপজেলা পূজা পরিষদের সভাপতি শশাংক রঞ্জন সমদ্দার ও নারী নেত্রী মীরা রানী চৌধুরী প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে উপজেলার আইন শৃঙ্খলা উন্নতি কল্পে নানা ধরনের মতামত তুলে ধরেন। বক্তাদের বক্তব্যনুযায়ী পুলিশের পক্ষ থেকে নানা ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৬:০০ ● ৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ