তজুমদ্দিনে স্কুল ছাত্র নিখোঁজ

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে স্কুল ছাত্র নিখোঁজ
সোমবার ● ২০ মার্চ ২০২৩


তজুমদ্দিনে স্কুল ছাত্র নিখোঁজ

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মোঃ হাসিব নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হওয়ার ১৫ দিন পরও সন্ধান মিলেনি। নিখোঁজ  মোঃ হাসিব (১৬) চাঁদপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দেওয়ানপুর গ্রামের মহিউদ্দিন চৌকিদার বাড়ির মোঃ মফিজ ও আমেনা বেগমের ২য় সন্তান। তজুমদ্দিন থানায় সাধারণ ডায়েরি নং ৫২৫, তারিখ -১৫-০৩-২০২৩ ইং।
নিখোঁজ সিহাবের পিতা মোঃ মফিজ জানান, গত  ৭ মার্চ পালনের উদ্দেশ্য স্কুল পোশাক পড়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। তবে পরিচিত কয়েকজন আমার ছেলেকে চৌমুহনী লঞ্চঘাটে ঘোরাঘুরি করতে দেখেছে।
চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন বলেন, ছাত্র নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে ওই ছাত্রের বাবা মার সাথে আলাপ করে মনে হয়েছে সে বাড়ি থেকে পালিয়ে গেছে।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২৩:৪৬:৫৮ ● ১১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ