চরফ্যাশনে মায়াবী হরিণ উদ্ধার

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » চরফ্যাশনে মায়াবী হরিণ উদ্ধার
বুধবার ● ৬ মার্চ ২০১৯


চরফ্যাশন মায়াবী হরিন অবশেষে অবমুক্ত।

চরফ্যাশন সাগরকন্যা প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশনে একটি মায়াবী হরিণ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। বুধবার বিকেলে আসলামপুর ইউনিয়নের ঠেলাখালী ব্রীজ সংলগ্ন খালপাড় থেকে এ হরিণটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, মনপুরার বনাঞ্চল থেকে মিষ্টি পানির সন্ধানে মেঘনা নদী পাড়ি দিয়ে হরিণটি চরফ্যাশনের আসলামপুরের লোকালয়ে চলে আসে। গ্রামের লোকজন হরিণটি দেখে ধাওয়া দিলে হরিণ পাশের খালে ঝাপ দেয়। খাল থেকে হরিণটি উদ্ধার করে চরফ্যাশন থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
চরফ্যাশন থানার ওসি ম. এনামুল হক জানান, সুস্থ হরিণটি সন্ধ্যায় চরফ্যাশন বন বিভাগের রেঞ্জারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চরফ্যাশন বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খলিলুর রহমান জানান, হরিণটিকে রাত সাড়ে ৮টায় বেতুয়ার ম্যানগ্রোভ বাগানে অবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯:০৫:৫৪ ● ৬৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ