দুমকিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

প্রথম পাতা » পটুয়াখালী » দুমকিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
শনিবার ● ৭ জানুয়ারী ২০২৩


দুমকিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

দুমকি(পটুয়াখালী) সাগরকনা প্রতিনিধি॥

পটুয়াখালীর দুমকিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছে কলেজছাত্রী মনি আক্তার (২২) নামের এক তরুণী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের মৃত ইউনুচ হাওলাদারের ছেলে রিয়াজুল ইসলাম রাব্বি (২৬) সাথে বাকেগঞ্জের পাদ্রিশিবপুর গ্রামের সোহরাব হোসেনের কন্যা বরিশাল হাতেম আলী কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী মনি আক্তারের (২২) সাথে বছর তিনবছর আগে থেকে প্রেমের সম্পর্ক চলছিল। এক পর্যায়ে তা অনৈতিক সম্পর্কে গড়ায়। প্রায় দু’বছর যাবৎ প্রেমিকা ওই তরুণী বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে দূর্ত রাব্বি হাওলাদার নানা টালবাহানার পর গা ঢাকা দেয়। এব্ং সকল যোগাযোগ বন্ধ করে দেয়। অবশেষে নিরুপায় হয়ে গতকাল শনিবার  (৭ জানুয়ারি) বেলা ১২টার দিকে প্রেমিকা মনি আক্তার বিয়ের দাবিতে প্রেমিক রাব্বি হাওলাদারের জলিশা গ্রামের বাড়িতে এসে অবস্থান নেয়। এদিকে মনি আক্তারের আগমন টের পেয়ে প্রেমিক রিয়াজুল ইসলাম রাব্বি আত্মগোপন করেছে।
মনি আক্তার বলেন, প্রেমিক রিয়াজুল ইসলাম রাব্বির সাথে বিয়ে ছাড়া আমার লাশ যাবে। কোন প্রকার চাপে ফেলে আমাকে এঘর থেকে নামাতে পারবে না। মনি আক্তার আরও অভিযোগ করে জানান, রাব্বির পরিবারের লোকজন তাকে তাড়ানোর জন্য নানা ভাবে চাপ দিচ্ছে। শারীরীক নির্যাতনের আশংকায় ৯৯৯ এ ফোন করার পর পুলিশ এলেও অজ্ঞাত কারনে তেমন কোন সহযোগিতা করছে না। মনির মা তাসলিমা অভিযোগ করে জানান, তার মেয়ে বিয়ের দাবিতে প্রেমিক রাব্বির বাড়িতে অবস্থান করছে। রাব্বি তার এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় আত্মগোপনে থেকে ঘটনাটি ধামাচাপা দেয়ার অপচেষ্টা চালাচ্ছে। এ রিপোর্ট লেখার সময় শনিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত স্থানীয় বক্তিবর্গের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা চলছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ আবদুস সালাম বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনও কোন কেউ অভিযোগ করেনি। তবে ৯৯৯এর কল পেয়ে সেখানে ফোর্স পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৭:২৫ ● ১১২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ