তালতলীতে ৯০বছর বৃদ্ধ বাবা মারধর করলো ছেলে!

প্রথম পাতা » বরগুনা » তালতলীতে ৯০বছর বৃদ্ধ বাবা মারধর করলো ছেলে!
বুধবার ● ৩০ নভেম্বর ২০২২


তালতলীতে ৯০বছর বৃদ্ধ বাবা মারধর করলো ছেলে!

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভরণ পোষণ চাইতে গিয়ে বাবা আবদুল হাই হাওলাদার বড় ছেলের নাসির হাওলাদারের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বাবা আবদুল হাই হাওলাদার (৯০) এমন অভিযোগ করেন। আহত বাবাকে স্বজনরা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনা ঘটেছে বুধবার (৩০ নভেম্বর) দুপুরে তালতলী উপজেলার হাড়িপাড়া গ্রামে।
জানাগেছে, উপজেলার হাড়িপাড়া গ্রামের বৃদ্ধ আব্দুল হাই হাওলাদারকে বড় ছেলে নাশির  হাওলাদার দীর্ঘদিন ধরে ভরণ পোষণ দিচ্ছে না।  বুধবার দুপুরে বাবা আব্দুল হাই বড় ছেলের কাছে ভরণ পোষণ দাবী করেন। কিন্তু বাবাকে ভরণপোষণ দিতে রাজি না ছেলে নাশির। এ নিয়ে বাবার সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায় ক্ষিপ্ত হয়ে ছেলে বাবাকে মারধর করেছে। এতে বাবা গুরুতর জখম হয়। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাবাকে রক্ষায় ছোট ছেলে আতাউর রহমান এগিয়ে আসলে তাকেও মারধর করেছে।
বৃদ্ধ বাবা আব্দুল হাই হাওলাদার কান্নাজনিত কন্ঠে বলেন, মুই বুড়া মানু। মোরে বড় পোলায় খাওন পরণ দেয় না। মুই খাওন পরণ চাইতে গ্যালে পোলায় মোরো মারধর হরছি। মুই এ্যাইয়ার বিচার চাই।
বড় ছেলে নাশির হাওলাদার বাবাকে ভরণ পোষণ ও মারধরের কথা অস্বীকার করে মুঠোফোনে বলেন,দুই ভাইয়ের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে।।
তালতলী থানার ওসি সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৮:২৬:০৯ ● ১১৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ