গলাচিপায় জাতীয় সমবায় দিবস পালিত

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় জাতীয় সমবায় দিবস পালিত
শনিবার ● ৫ নভেম্বর ২০২২


গলাচিপায় জাতীয় সমবায় দিবস পালিত

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ পালিত হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. কামরুল আহসান মিঞা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মু. মজিবর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আকরামুজ্জামান ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়।
আরও বক্তব্য রাখেন বন্ধন ক্ষুদ্র সমবায় সমিতির সভাপতি উত্তম কুমার নন্দী, সবুজবাংলা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন। এছাড়াও সরকারি-বেসরকারি কর্মকর্তা, উপজেলা সমবায় বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সমবায়ীরা সভায় উপস্থিত ছিলেন।
সভা পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলী।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৫:২৬ ● ১৩৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ