শেখ হাসিনাই গ্রাম পুলিশদের উন্নয়নে কাজ করছেন-প্রাণিসম্পদ মন্ত্রী

প্রথম পাতা » পিরোজপুর » শেখ হাসিনাই গ্রাম পুলিশদের উন্নয়নে কাজ করছেন-প্রাণিসম্পদ মন্ত্রী
মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০২২


শেখ হাসিনাই গ্রাম পুলিশদের উন্নয়নে কাজ করছেন-প্রাণিসম্পদ মন্ত্রী

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, ‘শেখ হাসিনাই গ্রাম পুলিশদের জীবন মান উন্নয়নে কাজ করছেন। কেননা তিনি বিশ^াস করেন গ্রামের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করেন। আ’লীগ ছাড়া অতীতের কোন সরকার গ্রাম পুলিশদের জন্য কোন কাজ করে নি।  দেশের সকল প্রকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ সবার আগে কাজ করেন। কারন থানা বা উপজেলা প্রশাসন তাদের মাধ্যমেই সকল প্রকার তথ্য পেয়ে থাকেন।
মঙ্গলবার (৪ অক্টোবর) পিরোজপুরের নাজিরপুরে বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের সাইকেল ও বিভিন্ন সরঞ্জামাদি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন।  উপজেলার স্বাধীনতা মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের  সভাপতি মো. চাঁন মিয়া মঝি, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আতিয়ার রহমান চৌধুরী (নান্নু), উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শাহ আলম ফরাজী, সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. মনিরুজ্জামান আতিয়ার প্রমুখ। এ সময় মন্ত্রী উপজেলার ৯টি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের বাইসাইকেল ও বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করেন।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২৩:২২:২৯ ● ১১৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ